কিভাবে যাবেন ঢাকা থেকে পাটগ্রাম
বাস যোগেঃ ঢাকার গাবতলী, শ্যামলী, কল্যানপুর, মিরপুর টেকনিক্যাল থেকে বাস যোগে পাটগ্রাম কলেজ মোর এ নামতে হবে। অটোরিস্কা যোগে উপজেলা পরিষদ পাটগ্রাম আসতে হবে।
এসি গাড়ীঃ পিংকী (RN8), এসআর (RN8), মানিক (এসি), শ্যামলী (এসি)
নন-এসিঃ মানিক, বরকত, শ্যামলী, এসআর, শাহ-আলী, পিংকী, রোজিনা, নাবিল, বুড়িমারী এক্সপ্রেস্, পাটগ্রাম এক্সপ্রেস
একক ভাড়াঃ এসি গাড়ী ১১০০/- টাকা, নন-এসি ৭৫০/- টাকা মাত্র
অটোরিস্কা ভাড়াঃ কলেজমোড় থেকে উপজেলা পরিষদ ২০/- টাকা।
ট্রেন যোগেঃ লালমনিরহাট এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৯.৪৫ মিনিট ছেড়ে লালমনিরহাটৈ পৌছে সকাল ৭.২০ মিনিট, দুপুর ২.০০ টায় করতোয়া এক্সপ্রেস ধরে বিকাল ৩.৪৫ মিনিটে পাটগ্রাম পৌচ্ছে। ষ্টেশন থেকে অটোরিস্কা যোগে উপজেলা পরিষদ পাটগ্রাম।
ট্রেনের ভাড়াঃ ঢাকা থেকে লালমনিরহাট সাধারণ ভাড়া ৬৫০/- টাকা, এসি ৯০০/-টাকা, লালমনিরহাট থেকে পাটগ্রাম ১০০/- টাকা।
অটোরিস্কা ভাড়াঃ ষ্টেশন থেকে উপজেলা পরিষদ ১০/- টাকা।
আকাশ পথেঃ ঢাকা টু সৈয়দপুর এসে অটো রিস্কা যোগে অথবা প্রাইভেটকার যোগে পাটগ্রাম উপজেলা আসতে হবে।
ঢাকা টু সৈয়দপুর বিমান ভারাঃ ৩৫০০/- টাকা, সৈয়দপুর টু পাটগ্রাম ভাড়া ৩০০/- টাকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস